আরো সহস্র একক দূরত্ব পেরিয়ে তোমায় পাব,
তোমার নির্লজ্জতার সুগন্ধ সোদা মাটিতে মেশা,
সাগর-জলোচ্ছাস-স্নাত পাথরে জমা সবুজ শ্যাওলা,
হয়তো তার থেকেও পিছল তোমার ভালবাসা।
অচেনা শহরের ভীড়ে সহস্র মাথার মধ্যে তোমার পাব,
তোমার শরীরের অদ্বিতীয় গন্ধে হবে তোমার পরিচয়,
নিস্তব্ধতার শব্দে আমার আর্ত চীত্কার চাপা পড়বে --
খরস্রোতা নদীর স্রোতে নির্বিব্দাদী মুহূর্ত-ক্ষয়।
তোমার শরীরের অদ্বিতীয় গন্ধে হবে তোমার পরিচয়,
নিস্তব্ধতার শব্দে আমার আর্ত চীত্কার চাপা পড়বে --
খরস্রোতা নদীর স্রোতে নির্বিব্দাদী মুহূর্ত-ক্ষয়।
আরো সহস্র একক দূরত্ব পেরিয়ে মেঘের কোল,
সে কোমলতার স্পর্শ জোলো-হাওয়ার আদর,
পাহাড় জড়িয়ে ওঠা রাস্তায় এক্গুছ অসহ্য চিন্তার ঝাক,
হয়ত তার থেকেও অনচ্ছ দুশ্চিন্তার চাদর।
আরো সহস্র একক পরে আরো সহস্র একক দূর,
খরস্রোতা জলকণার স্রোতে সময়ের অভিস্রবণ,
কালো চুলে ঢাকা মাথার পিছনগুলো সেদিন একটু অন্যরকম করে বাচতে চাইবেখরস্রোতা জলকণার স্রোতে সময়ের অভিস্রবণ,
আর এক ঝটকায় সহস্র একক বেড়ে যাবে এ জীবন।
সহস্র মেঘের বুক চিরে দুরে একফালি আলো বেরোবে কোনদিন,
আরো সহস্র একক দূর থেকে অভিমানী চোখে চাইবে বনলতা সেন
আমার সব অসহায় লজ্জা ও দুশ্চিন্তা সেদিন এক ঝটকা হাওয়ায় সরিয়ে দেবে,
আর রহস্যময়ী দৃষ্টিতে বিধে বলবে, 'এতদিন কোথায় ছিলেন?'
[A Tribute to Jibanananda Das]
Written: August 14, 2013
[A Tribute to Jibanananda Das]
Written: August 14, 2013
Nice!
ReplyDeleteহতে পারে মৌলিক , তবু একক তো আর একা নেই বনলতা সেন আছে ... হাত বাড়ালেই ঃ-) nice one
ReplyDelete